Site icon Jamuna Television

নওগাঁয় আম পাড়া শুরু

ছবি: সংগৃহীত।

আমের নতুন রাজধানী হিসেবে পরিচিতি উত্তরের খাদ্যভান্ডার বরেন্দ্র অঞ্চল নওগাঁ। সেই নওগাঁয় আম পাড়া শুরু হয়েছে আজ। জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় অনুযায়ী জেলার আম বাগানগুলো থেকে গুটি জাতের আম নামানোর মধ্য দিয়ে আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম শুরু হয়।

বুধবার (২২ মে) থেকে প্রতিবারের মতো জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম চালু হয়।

গুটি আমের পর ৩০ মে গোপালভোগ সংগ্রহ শুরু হবে। ২ জুন ক্ষিরসাপাত, ৫ জুন থেকে নাকফজলি সংগ্রহ শুরু করবেন খামারিরা। ১০ জুন থেকে ল্যাংড়া ও হাড়িভাঙ্গা, ২০ জুন আম্রপালি, ২৫ জুন থেকে ফজলি আম বাজারে আসতে শুরু করবে। ১০ জুলাই থেকে আশ্বিনা, গৌড়মতি, বারি ফোর ও অন্যান্য উন্নত জাতের আম বাজারজাত শুরু হবে।

নওগাঁ জেলায় এ বছর প্রায় ৩০ হাজার হেক্টর বাগানে আম উৎপাদন হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা ৫ লাখ টন। আম বেচাকেনার জন্য জেলা শহরের পাইকারি বাজার, সাপাহার ও পোরশায় হাট বসানো হয়েছে। এ বছর জেলায় ২ হাজার কোটি টাকার আম বিক্রির আশা সংশ্লিষ্টদের।

/এএম

Exit mobile version