Site icon Jamuna Television

তাসকিনের স্ক্যান আজ, রিপোর্ট দেখে বিশ্বকাপে খেলা নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার এক দিন আগেও চোটের কারণে বিশ্বকাপে যাওয়া নিয়েই অনিশ্চয়তা ছিল তাসকিন আহমেদের। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিট হবেন, এমন প্রত্যাশায় তাসকিনকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে আজ হিউস্টনে হবে তাসকিনের স্ক্যান; রিপোর্ট দেখে বিশ্বকাপ খেলা নিয়ে হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

তাসকিন এবং ইনজুরি একে অপরের সাথে যেন জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। এই ইনজুরির কারণেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজেও দেখা যায়নি তাকে। এই ইনজুরির থাবা থেকে বাঁচতে আপাতত খেলছেন না টেস্টও। এরপরও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে সেই ইনজুরিতেই পড়েন তাসকিন।

চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন তাসকিন। তার অভাব প্রথম ম্যাচেই টের পেয়েছে বাংলাদেশ। ‘দুর্বল’ যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে টাইগাররা। ১-০ তে পিছিয়ে থাকা শান্ত’র দল সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে ২৩ ও ২৫ মে।

/আরআইএম

Exit mobile version