Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১০ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণ গেছে অন্তত ১০ জনের। পুড়ে গেছে ১৫শ’ বেশি স্থাপনা। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে পুরো ক্যালিফোর্নিয়া রাজ্যে।

রোববার রাতে সৃষ্ট আকস্মিক এই দাবানলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সোনোমা কাউন্টি । এখানে প্রাণ গেছে অন্তত ৭ জনের। অন্য ৩ জনের মৃত্যু হয়েছে নাপা ও ইয়ুবা কাউন্টিতে। সরিয়ে নেয়া হয়েছে সোনোমা’র ২০ হাজার বাসিন্দাকে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতার জন্য বেগ পেতে হচ্ছে তাদের।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে অন্তত ১৪টি এলাকায়।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version