Site icon Jamuna Television

সাবেক সেনাপ্রধান আজিজের অপকর্মের দায় আওয়ামী সরকারের: রিজভী

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের অপকর্মের দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ডামি আওয়ামী সরকারের এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে, সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজীররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেষ্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণে ভূমিকা রেখেছে তারা।

রুহুল কবির রিজভী আরও বলেন, দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে, ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে। আমানতকারীদের অর্থ থেকে ব্যাংক ঋণ বিতরণ করছে। আবার ওই ঋণের অর্থ ক্ষমতাঘনিষ্ঠ লুটেরারা ফেরত দিচ্ছে না।

/এমএন

Exit mobile version