Site icon Jamuna Television

আনার অপরাধী হলে তা এমপি হওয়ার পর বের হচ্ছে কেন— কাদেরের প্রশ্ন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, আনোয়ারুল আজীম আনার যদি অপরাধী হয়ে থাকে, তবে সেটা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বের হচ্ছে কেন? বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে ব্রিফিংয়ে এ প্রশ্ন ছুড়ে দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, এমপি আনারসহ দলের কেউ অপরাধী হলে তাকে ছাড় দেবেন না। আনোয়ারুল আজীম আনার কোনো অপরাধী কি না সেটা প্রমাণ হতে হবে, যা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও এ সময় কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বললেন, দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামলে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে।

/এমএন

Exit mobile version