Site icon Jamuna Television

অভিষেকের সংগীত পরিচালনায় রাতে মুক্তি পাচ্ছে ‘কালপুরুষ’

অপেক্ষার পালা শেষে মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’। আজ বৃহস্পতিবার (২৩ মে) রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

সিরিজটির পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন সালজার রহমান। ৭ পর্বের এই সিরিজটিতে সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য। রহস্য, টাইম ট্রাভেল, সাইন্স ফিকশন ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা সোবহানসহ অন্যান্য শিল্পীরা।

ছবি: সংগীত পরিচালক অভিষেক ভট্টাচার্য।


সংগীত পরিচালক অভিষেক ভট্টাচার্য বলেন, সিরিজটির গল্পটি অসাধারণ। এরকম গল্প সুরকারের কাছে স্বপ্নের মতো। কাজের ক্ষেত্রে পরিচালক অনেক স্বাধীনতা দিয়েছেন।

সিরিজে অভিষেকের প্রযোজনা ও সুরে ‘মহাকাল’ শিরোনামের একটি গানের কণ্ঠ দিয়েছেন এলিটা করিম।

/আরএইচ

Exit mobile version