Site icon Jamuna Television

এবছর ডেঙ্গু নিয়ন্ত্রণে আলাদা কোনো উদ্যোগ নেয়া হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে গত বছরের থেকে এবার আলাদা কোনো উদ্যোগ নেয়া হয়নি এমনটা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। বলেন, যত উদ্যোগই নেয়া হোক, সমন্বিতভাবে কাজ করতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এবার মন্ত্রণালয় সমন্বয়ের ওপর জোর দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্সে’ এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, যেসব সংস্থা রাস্তা খোড়াখুড়ি করছে, তারাও দায়িত্ব পালন করছে না। স্থানীয় প্রতিনিধিসহ সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও স্থানীয় প্রতিনিধিসহ সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

/আরএইচ

Exit mobile version