Site icon Jamuna Television

শাহরুখের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন জুহি

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া বলিউড অভিনেতা শাহরুখ খানের সবশেষ আপডেট জানিয়েছেন তার বান্ধবী ও কেকেআরের অন্যতম কর্ণধার অভিনেত্রী জুহি চাওলা। বৃহস্পতিবার (২৩ মে) শাহরুখের জন্য উদ্বিগ্ন ভক্তদের জন্য ভারতীয় গণমাধ্যমে কথা বলেন এই অভিনেত্রী।

তিনি জানান, গত মঙ্গলবার রাত থেকেই শাহরুখ অসুস্থ ছিলেন। তবে, এখন অনেকটাই সুস্থ আছেন তিনি। ঈশ্বর শাহরুখকে রক্ষা করেছেন। সব ঠিক থাকলে আগামী রোববার আইপিএল ফাইনাল ম্যাচে নিজের দল কেকেআরকে সমর্থন করতে গ্যালারিতে থাকতে পারেন শাহরুখ।

এর আগে, গত মঙ্গলবার (২১ মে) গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার-১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। সে ম্যাচে জয় পায় বলিউড বাদশাহর দল। মাঠে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এরপরই অসুস্থ হয়ে পড়েন কিং খান।

বলিউড বাদশাহ’র অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্ত- অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। অনেকেই সমাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

/এমএইচ

Exit mobile version