Site icon Jamuna Television

বগুড়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুইজনের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বড়ুয়া বাশফোড় ও লাঠিয়াল বাশফোড় নামে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৩ মে) বিকেলে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গোহাইল আগড়া পশ্চিম পাড়া গ্রামের সোহরাব হোসেনের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ওই দুইজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ট্যাংকের ভিতর আটকা পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version