Site icon Jamuna Television

ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে হায়দরাবাদ-রাজস্থান

ছবি: সংগৃহীত

আইপিএলের মেগা ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গী হবে কে, সেটি জানা যাবে আজ (২৪ মে)। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাতে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এলিমিনেটরে টানা পাঁচটি ম্যাচ হারের দুর্ভাগ্যের রেকর্ড অবশেষে এই মৌসুমে এসে শেষ হয়েছে রাজস্থান রয়্যালসের। এলিমিনেটরে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসেছে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে কলকাতার কাছে হেরে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ হারায় হায়দরাবাদ। এবারের আসরে গ্রুপপর্বে ব্যাট হাতে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছিল হায়দরাবাদের ব্যাটাররা।

চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামের উইকেট স্লো হওয়ায় একাদশে তৃতীয় স্পিনার হিসেবে কেশব মাহারাজকে খেলাতে পারে রাজস্থান। অন্যদিকে, হায়দরাবাদ দলের ব্যাটিং শক্তি বাড়াতে এইডেন মার্করাম অথবা গ্লেন ফিলিপসকে শুরুর একাদশে নিতে পারে।

ফাইনালে যেতে দুদলেরই মূল অস্ত্র ব্যাটিং। রাজস্থান যদিও অশ্বিন-চাহালদের স্পিন ঘূর্ণি কাজে লাগিয়েছে সর্বশেষ ম্যাচে। আর ব্যাট হাতে জয়সওয়াল-পরাগ-হেটমায়াররা তো আছেনই। হায়দরাবাদের ভরসার জায়গাটা ব্যাটিং। আগের ম্যাচে ব্যর্থ হলেও হেড-ক্লাসেন-ত্রিপাঠিদের দিকেই আরেকবার তাকাবে দলটি।

/আরআইএম

Exit mobile version