Site icon Jamuna Television

নভেম্বরে শুরু হবে রোহিঙ্গাদের প্রথম পর্বের প্রত্যাবাসন

আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গাদের প্রথম পর্বের প্রত্যাবাসন শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জয়েন্ট ওয়ার্কিং কমিটির মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে দুই দেশে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগুচ্ছে। এ ইস্যু দু’দেশেরই সদিচ্ছা আছে বলেও ব্রিফিংয়ে জানান শহিদুল হক।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে। ওয়ার্কিং কমিটির সদস্যরা কাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

এর আগে গত মে মাসে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলো মিয়ানমারের প্রতিনিধি দল।

Exit mobile version