Site icon Jamuna Television

চুয়াডাঙ্গার তাপমাত্রা আবারও ৪০ ডিগ্রি ছুঁয়েছে

ফাইল ছবি।

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চলতি মাসে তৃতীয় দফায় তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। গত দুদিন থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। শুক্রবার (২৪ মে) দুপুর তিনটায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৪২ শতাংশ।

কিছুদিন তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে থাকার পর আবারও উষ্ণ হচ্ছে প্রকৃতি। ওষ্ঠাগত হয়ে উঠছে প্রাণ। রোদের প্রখরতায় উত্তপ্ত থাকছে চারপাশ। প্রয়োজনীয় কাজ ছাড়া তেমন কেউ বাইরে বের হচ্ছে না। তবে শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে তীব্র রোদের মধ্যে বেরিয়েও হা-হুতাশ করছে। অল্পতেই কাহিল হয়ে পড়ছে। বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়। শুক্রবার রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচলও কম দেখা গেছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, চলতি মে মাসে তৃতীয় দফায় তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। মাসের শুরুতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই ছিল। এরপর বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও ফের মে’র মাঝামাঝি সময়ে তাপপ্রবাহ বয়ে যায়। গত দুদিন থেকে আবারও বাড়ছে তাপমাত্রা।

/এনকে

Exit mobile version