Site icon Jamuna Television

ঈদের পর হাইস্কুল-কলেজ শনিবার বন্ধ রাখা হতে পারে: শিক্ষামন্ত্রী

ঈদুল আযহার পর হাইস্কুল ও কলেজে শনিবারের ক্লাস বন্ধ থাকতে পারে— এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বললেন, শিখন ঘাটতি কমাতে শনিবার ক্লাস চালু রাখার বিষয়টি সাময়িক সিদ্ধান্ত।

শুক্রবার (২৪ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নতুন নিয়মে হবে। বিশেষজ্ঞ কমিটির মতামতের পর বিষয়টি চূড়ান্ত করা হবে। এ সময় পড়ালেখার সাথে যাতে চাকরির বাজারের সংযোগ থাকে, সেটি খেয়াল রাখার কথাও বলেন তিনি।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, লাইব্রেরিতে চাকরির বই পড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে। এ সময় চাকরির বইয়ের পাশাপাশি অন্য বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে অ্যালামনাইদের দায়িত্ব নেয়ার কথাও বলেন তিনি।

/আরএইচ

Exit mobile version