Site icon Jamuna Television

সিরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২

সিরিয়ার খেমেইমিম বিমানঘাঁটিতে অবতরণের সময় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ ক্রু নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সু-২৪ মডেলের একটি যুদ্ধবিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হয়। এসময় বিমানের ভেতরে থাকা ২ ক্রু নিহত হয়। পরে, উদ্ধার অভিযান চালিয়ে নিহত দুই ক্রু’র লাশ উদ্ধার করা হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে সিরিয়ার লাটাকিয়া প্রদেশের খেমেইমিম বিমানঘাঁটি তৈরি করে রাশিয়া। এখান থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করে রাশিয়া।

সপ্তাহখানেক ধরে রুশ বিমানগুলোর তৎপরতা বেড়ে গেছে, গড়ে ১৫০ টির’ও বেশি বিমান হামলার চাপ সামলাতে হচ্ছে তাদের। ২০১৬ সালেও সিরিয়া উপকূলে একটি সু-৩৩ ও মিগ-২৯ বিমান হারিয়েছে রাশিয়া।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ

Exit mobile version