Site icon Jamuna Television

১৫ বছরের প্রয়াত কিশোর পাচ্ছে ‘সেইন্ট’ উপাধি

কম্পিউটারের মাধ্যমে ক্যাথলিক খ্রিষ্ট মতবাদ প্রচারে অবদান রাখায় মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরকে ‘সেইন্ট’ উপাধি দিয়েছে ভ্যাটিকান। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ক্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস কার্লো অ্যাকুতিস নামের ওই কিশোরকে ‘সেইন্ট’ কিংবা ‘গডস ইনফ্লুয়েন্সার’ উপাধি দিতে অনুমোদন দিয়েছেন।
 
কার্লো অ্যাকুতিস মিলেনিয়াল জেনারেশন বা সহস্রাব্দ প্রজন্মের প্রথম ব্যক্তি হিসেবে সেইন্ট উপাধি পেতে যাচ্ছে। ডিজিটাল বিশ্বে অ্যাকুতিস ‘গডস ইনফ্লুয়েন্সার’ নামে পরিচিত। ১৯৯১ সালে লন্ডনে জন্ম নেওয়া এই কিশোর ২০০৬ সালে মারা যায় লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে।

/এআই

Exit mobile version