Site icon Jamuna Television

আজও অভিযান চালিয়েছে সিআইডি, খোঁজ মেলেনি এমপি আনারের খণ্ডিত মরদেহ

ফাইল ছবি

কলকাতায় এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে আজও অভিযান চালিয়েছে সিআইডি। ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশকে সাথে নিয়ে এ অভিযান চালানো হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে ক্যাব চালককে সাথে নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তবে জিরানগাছা খালে দেহ টুকরো টুকরো করে ফেলে দেয়ায় দেহাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ।

শুক্রবার বিকেলে দেহাংশ উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের সাথে নিয়ে অভিযান শুরু করে সিআইডির তদন্তকারী দল। ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশকে সাথে নিয়ে চালানো হয় এ অভিযান। তবে শেষ পর্যন্ত কোনো কিছু না পেয়ে ফিরে যায় তারা।

/এনকে

Exit mobile version