Site icon Jamuna Television

ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন সাবেক এমপি

ইতালির পার্লামেন্টে ফিলিস্তিনের পতাকা উড়ালেন দেশটির সাবেক এক এমপি। শনিবার (২৫ মে) ‘আল জাজিরা প্যালেস্টাইন’-এর এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয় ভিডিওটি। যা সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মোবাইল ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা যায়, রোমে পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষের জানালা টপকে কার্নিশে নেমে যান সাবেক এমপি স্টেফানো আপুজ্জো। হেঁটে হেঁটে চলে যান ব্যালকনিতে। সেখান থেকে নিজেই ঝুলিয়ে দেন ফিলিস্তিনের পতাকা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ


এখানেই শেষ নয়, ব্যালকনি থেকেই চিৎকার করে ঝাড়লেন ক্ষোভ। তিনি বলেন, ‘গণহত্যায় ইতালিয়ান অস্ত্রের যথেষ্ট ব্যবহার হয়েছে, গাজায় মৃত্যু হয়েছে ৩৫ হাজার ফিলিস্তিনির’।

/এআই

Exit mobile version