Site icon Jamuna Television

চিকিৎসকরা অপ্রয়োজনীয় ওষুধ লিখছেন কিনা খতিয়ে দেখবে অধিদফতর

চিকিৎসকরা অপ্রয়োজনীয় ওষুধ লিখছেন কিনা তা নজরে রাখতে প্রেসক্রিপশন অডিট শুরু করতে যাচ্ছে অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার আহমেদুল কবীর।

শনিবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনারে বিষয়টি জানানো হয়।

আয়োজিত সেমিনারে আলোচনার বিষয় ছিলো, ওষুধ কোম্পানির অসুস্থ দৌরাত্ম্য কমাতে ডক্তাররা প্রেস্ক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লিখবেন কিনা? এতে অংশ নেন চিকিৎসক, ওষুধ কোম্পানি, ফার্মাসিস্ট ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

আলোচনায় চিকিৎসক ও ওষুধ কোম্পানির মধ্যে নানা ধরনের স্বার্থমূলক সম্পর্কের বিষয় উঠে আসে। তবে, পুরো স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেন বক্তারা।

/এমএইচ

Exit mobile version