Site icon Jamuna Television

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

কুষ্টিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। দাবি করা হচ্ছে তারা চিহ্নিত মাদককারবারি।

রাতে কবুরহাট ও দৌলতপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ায় যায়নি। এ ঘটনায় পুলিশের সাত সদস্য আহত হয়েছে।

পুলিশ জানায়, কবুরহাটে দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি ও দৌলতপুরে মাদক হাত বদলের খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।

আত্মরক্ষায় গুলি করে পুলিশ সদস্যরাও। পরে আলাদা স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র-গুলি ও মাদক।

Exit mobile version