Site icon Jamuna Television

রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সৌভিক মল্লিক নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর সাধুর মোড়ের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৌভিক (২১) মাগুরা জেলার শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে। রুয়েটের সিএসই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ওই শিক্ষাথী ভাড়া বাসায় গলায় দড়ি দেয়ার বিষয়টি জানার পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ জলিল বলেন, তাকে ৩টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

/এনকে

Exit mobile version