
প্রতীকী ছবি।
মেডিকেল প্রতিবেদক:
রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনে লোহা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ মিয়া (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) বিকেল চারটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ মিয়া লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মো. নজরুল মিয়ার ছেলে।
নিহতের ভাই মাজেদুল বলেন, মাসুদ নির্মাণাধীন ভবনে লোহা কাটার সময় মেশিনের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে অজ্ঞান অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। তারা দুই ভাই একসাথে ওই ভবনে কাজ করতেন বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।
/আরএইচ
 
				
				
				
 
				
				
			


Leave a reply