Site icon Jamuna Television

বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার, নতুন কর্মী ভিসা পাচ্ছে না বাংলাদেশ

ছবি- সংগৃহীত

বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার। সর্বোচ্চ কর্মী নিয়োগের কোটা পূর্ণ করেছে বাংলাদেশ। তাই নতুন করে কোনো কর্মী ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। এতে ভোগান্তিতে পড়েছেন দালালের হাতে টাকা দিয়ে ভিসার অপেক্ষায় থাকা ব্যক্তিরা।

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে মালদ্বীপের আগের সরকার। এক দেশ থেকে এক লাখের বেশি কর্মী না নেয়ার আইন রয়েছে দেশটিতে। তাই বাংলাদেশ থেকে নতুন কর্মীরা ভিসা পাচ্ছেন না। তবে দেশটির নতুন সরকার এটি পর্যালোচনা করছে বলে জানা গেছে।

গত ২২ মে বিজ্ঞপ্তি জারি করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। বলা হয়, মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। তবে কোটা বাড়ানো ও ভিসা চালু করতে হাইকমিশন চেষ্টা করছে।

এতে সবাইকে সতর্ক করে বলা হয়, অনুমোদিত নিয়োগকর্তার বাইরে দেশটিতে কাজ করার সুযোগ নেই। এ আইন ভঙ্গ করার কারণে বেশ কিছু অদক্ষ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

/এনকে

Exit mobile version