Site icon Jamuna Television

বন্যায় ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে

ভয়াবহ ঝড় ও বন্যায় বিপর্যস্ত ইতালি। তিনদিনের প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

কয়েক দিন ধরেই, ঝড়ো আবহাওয়া বিরাজ করছে গোটা ইতালিতে। মঙ্গলবার উপকূলীয় টেরাসিনা শহরে আঘাত হানে দু’টি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে এগিয়ে যায় শহরের মধ্যাঞ্চলের ওপর দিয়ে। এতে ঐ অঞ্চলে ১ জন নিহত ও ১০ জন আহত হয়। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, স্থাপনা।

অন্যদিকে এখনও পানিতে তলিয়ে আছে ভেনিসের প্রায় ৭৫ শতাংশ এলাকা। নদীর পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় জারি করা রেড অ্যালার্ট বহাল ছিল মঙ্গলবারেও। শহরটিতে ২০০৮ সালের পর এবার সর্বোচ্চ বাড়লো নদীর পানির উচ্চতা।

Exit mobile version