Site icon Jamuna Television

পোষা সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু 

পিরোজপুর করেসপনডেন্ট:

পিরোজপুর শহরের বৈদ্যপাড়ায় পোষা সাপের কামড়ে মেহেদী হাসান (২৭) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মেহেদী ওই এলাকার ফরিদ খান এর ছেলে ।

নিহতের খালা রুবি বেগম জানান, প্রায় ১৫ দিন আগে দুই মাস বয়সী খ‌ইয়া গোখরা প্রজাতির একটি সাপ বাড়িতে এনে পালছিলেন মেহেদী। দুপুরে সাপটিকে খাওয়ানোর সময় এটি তাকে ছোবল মারে। এরপর সে বিষয়টি কাউকে না জানিয়ে ঘরে গিয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ পর যন্ত্রণা শুরু হয়ে শরীর নীল হতে থাকে। এরপর চিৎকারে বিষয়টি নজরে আসে তার মা মাহিনুর বেগমের। 

তিনি আরও জানান, স্বজনদের দিয়ে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মেহেদিকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি। 

/এএস

Exit mobile version