Site icon Jamuna Television

‘রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে ডেনমার্ক’

শুধু প্রত্যাবাসন নয়, রোহিঙ্গা নির্যাতনের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখবে ডেনমার্ক সরকার।
বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ডেনমার্ক ও বিশ্ব খাদ্য কর্মসূচির এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডেনমার্কের উন্নয়ন বিষয়ক মন্ত্রী উল্লা তরনাস।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে ডেনমার্ক সরকার। সম্প্রতি প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির ইতিবাচক সাড়াকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী।

এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলী জানান, বিশ্বের সবচেয়ে বড় শরনার্থী ক্যাম্পের চাপ সামলাতে বাংলাদেশের পাশে থাকবে তার সংস্থা। এছাড়া জনগণের আন্তরিক মনোভাব নিয়েও কথা বলেন তিনি।

রোহিঙ্গা ও স্থানীয় জনগণের উনয়নের জন্য আরো ৪ দশমিক ৬ মিলিয়ন ইউএস ডলার দেবার ঘোষণা দেন তিনি। বলেন, গত বছর যে সংকট তৈরী হয়েছিলো সেই পরিস্থিতি থেকে কিছুটা হলেও উত্তরণ করা গেছে। তবে সহযোগিতা অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের প্রত্যবাসনে নিরাপত্তার বিষয়টিও জোর দেন তিনি।

Exit mobile version