Site icon Jamuna Television

আরফা করিম মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত আরফা করিম মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ হয়েছে। এতে বিজয়ী হয়েছে আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল। এফ এইচ ট্রেডার্স দ্বিতীয় স্থান অধিকার করেছে। সিটি ব্যাংক এবং ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ইউএনডব্লিউএফপি) যথাক্রমে ৩য় এবং ৪র্থ স্থান অধিকার করেছে।

আইকনিক আরফা করিমকে মরণোত্তর সম্মাননা জানাতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা, ব্যবসায়িক কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান এবং মিডিয়া আউটলেটগুলোর প্রতিনিধিত্বকারী ৩২টি দল সেখানে অংশগ্রহণ করেছিল।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে বিজয়ী দলকে ট্রফি ও নগদ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ফয়সাল আহসান উল্লাহ।

/এএস

Exit mobile version