Site icon Jamuna Television

বিক্ষোভের মাঝেই নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন ট্রাম্প

প্রচণ্ড বিক্ষোভের মাঝেই পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার। এসময় হতাহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি।

কিন্তু, একই সময় ট্রাম্পের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং বর্ণবাদ উসকে দেয়ার অভিযোগে বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ। শহরের ডেমোক্র্যাটিক মেয়র বিল পেডুটো, ইহুদি নেতাসহ ৭০ হাজারের বেশি মানুষ এ বিষয়ক একটি পিটিশনে স্বাক্ষর করেন।

যার মূল দাবি, যুক্তরাষ্ট্রে ম্যাস শুটিং -এর জন্য শুধু অভিবাসী বা মুসলিমদের টার্গেট না বানিয়ে, শ্বেতাঙ্গ মার্কিনীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

Exit mobile version