Site icon Jamuna Television

গোপালগঞ্জে চালকের মাথা থেঁতলে অটোরিকশা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে সোহেল মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়েছে দুর্বিত্তরা। এছাড়া ইট দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেয়া হয়েছে।

শনিবার (২৫ মে) ভোর রাতে সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সোহেল মোল্লা দিনের বেলায় রিকশা না চালিয়ে সারারাত চালিয়ে থাকেন। অন্যান্য দিনের মতো শনিবারও কাজ শেষে বাসায় ফিরছলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দিয়ে হত্যা করে এবং তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়ে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এটিএম/

Exit mobile version