Site icon Jamuna Television

রাজধানীর নাখালপাড়ায় রনি হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজধানীর তেজগাঁও এর পশ্চিম নাখালপাড়ায় রনি হত্যা মামলার আসামি মোরশেদ আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ মে) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর ভাটিয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, মোরশেদ যে বাসায় ভাড়া থাকেন রনি সেই বাসার মালিক। রনি এবং তার বন্ধুদের ‘যন্ত্রনায় ঘুমাতে না পেরে’ রনিকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মোরশেদ।

ঘটনার দিন রাতেও মোরশেদের রুমে বসে রনি ও তার বন্ধুরা তাস খেলছিলো। ঘুম নষ্ট হওয়ায় ছুরি দিয়ে রনিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন মোরশেদ। পরে, গুরুতর আহতাবস্থায় রনিকে ঢাকা মেডিকলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই জামালপুর পালিয়ে যান মোরশেদ। পরে কৃষকের ছদ্মবেশে ওই এলাকায় গিয়ে আসামি রনিকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

/এমএইচ

Exit mobile version