Site icon Jamuna Television

বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া চলছে: দুদকের আইনজীবী

বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এ বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানান তিনি।

অন্যদিকে দুদকের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, দাঁতহীন দুদকের মাধ্যমে সাবেক আইজিপি বেনজিরকে খালাস পাইয়ে দেয় কিনা সরকার, তা নিয়ে শঙ্কা রয়েছে।

রোববার (২৬ মে) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার অবৈধভাবে এই সম্পদ অর্জনের সুযোগ করে দিয়েছে। নির্বাচনের বেনজিরের সহযোগিতার প্রতিদান স্বরূপ শেষ পর্যন্ত আওয়ামী লীগই খালাশ পাইয়ে দিতে সাহায্য করবে।

প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারসহ দেশের সব ডিসিদের সম্পদের ফিরিস্তি অনুসন্ধান ও তদন্তের দাবি জানান ব্যারিস্টার খোকন। দাবি করেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তায় তাদের ভূমিকাই মুখ্য।

এটিএম/

Exit mobile version