Site icon Jamuna Television

তেল আবিবে রকেট হামলা হামাসের

ফাইল ছবি: এপি

তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের একাধিক শহর লক্ষ্য করে এক গুচ্ছ রকেট ছুড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার (২৬ মে) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

কাসেম ব্রিগেড জানায়, গাজার রাফাহ থেকে ছোড়া হয়েছে এসব রকেট। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর প্রথম দিকে তেল আবিবে কয়েকবার হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। তবে গত চারমাসের মধ্যে এবারই দেশটির এতো ভেতরে হামলা চালালো হামাস।

ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, তেল আবিবের আশপাশে অন্তত ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতি জানা যায়নি। রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকেই বেশ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা।

/এএম

Exit mobile version