Site icon Jamuna Television

আইপিএল ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

আইপিএলের মেগা ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রোববার (২৬ মে) রাত ৮টায় চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে আসে কলকাতা। অপরদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হেরে গেলেও এলিমিনেটরজয়ী রাজস্থানকে হারিয়ে ফাইনালে পা রাখে হায়দরাবাদ।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সুনিল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হার্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নিতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেন, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট ও নটরাজন।

/এমএইচআর

Exit mobile version