Site icon Jamuna Television

‘বিচার বিভাগকে করায়ত্ত করা হয়েছে’

একদিকে সংলাপের প্রস্তাব অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। এসময়, বিএনপি চেয়ারপারসনকে কারাগারে রেখে সংলাপ ফলপ্রসু হবে না উল্লেখ করে ফখরুল বলেন, বিচার বিভাগকে করায়ত্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশারফ হোসেন বলেন, ৭ দফা মেনে না নিলে দেশে অরাজকতা সৃষ্টি হবে এবং তার দায় সরকারকেই নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সংলাপ, আন্দোলন ও নির্বাচন একসাথে চলবে।

Exit mobile version