Site icon Jamuna Television

বিমান বাহিনীর নতুন প্রধান হাসান মাহমুদ খাঁন

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পদে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। আগামী ১১ জুন থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি বর্তমান বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন।

আজ রোববার (২৬ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান মাহমুদ খাঁনকে প্রতিরক্ষা-বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন-২০১৮ অনুসারে ১১ জুন, ২০২৪ তারিখ এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।

বর্তমানে বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। আরেক প্রজ্ঞাপনে তাকে আগামী ১১ জুন থেকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।

/এএম

Exit mobile version