Site icon Jamuna Television

‘কয়েক লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে’

ফাইল ছবি।

ইতোমধ্যে কয়েক লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। এর পাশাপাশি তাদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

রোববার (২৬ মে) রাতে আবহাওয়া অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, সোমবার দুপুর পর্যন্ত ৮ লাখ লোক আশ্রয়কেন্দ্রে পৌঁছেছে। এছাড়া সন্ধার আগে বাকিরাও পৌঁছাতে পেরেছে বলেও জানান তিনি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ঝড়ের পরপরই অতি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ নিয়ে আমরা আতঙ্কিত।

মহিববুর রহমান আরও বলেন, ঘুর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, কোস্ট গার্ডসহ সকল সহযোগী সংস্থা কাজ করছে। এবং সামনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।

এদিকে, ৯ হাজার আশ্রয়কেন্দ্রের পাশাপাশি সরকারি স্কুলগুলোতেও দুর্যোগ কবলিত মানুষের থাকার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। এ সময় এই দুর্যোগ কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অতিক্রম করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/আরএইচ

Exit mobile version