Site icon Jamuna Television

ভোলায় আশ্রয়কেন্দ্রে ৩৮ হাজার মানুষ, প্লা‌বিত নিম্নাঞ্চল

ভোলা করেসপনডেন্ট:

ভোলায় ঘূ‌র্ণিঝড় রিমালের ক্ষ‌তি থেকে রক্ষায় জেলার সাত উপ‌জেলার ৮৬৯টি আশ্রয়‌কেন্দ্রে ৩৭ হাজার ৩২২ জন মানুষ আশ্রয় নিয়েছে। রোববার (২৬ মে) রাত ১০টার দি‌কে শেষ খবর পাওয়া এমন তথ্য নি‌শ্চিত করেন‌ ভোলা ঘূ‌র্ণিঝড় প্রস্তু‌তি কর্মসূ‌চি (‌সি‌পি‌পি) উপ প‌রিচালক আব্দুল রশীদ।

তি‌নি আরও জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের মধ্যে ১৪ হাজার ৯২৮ জন পুরুষ, ২০ হাজার ৪৫৯ জন নারী, ১ হাজার ৮১২ জন শিশু ও ১২৩ জন প্রতিব‌ন্ধি। এছাড়াও জেলার ১৪ টি মু‌জিব কিল্লায় ৭ হাজার ৯৮৫ টি গবা‌দি পশু আশ্রয় নি‌য়ে‌ছে।

এ‌দি‌কে ঘূ‌র্ণিঝ‌ড়ের প্রভাবে অ‌তিজোয়া‌রের পা‌নি‌তে ভোলার চরফ্যাশ‌নের বি‌চ্ছিন্ন ঢালচর ইউ‌নিয়‌নের ‌নিম্নাঞ্চলের বেশ কয়ে‌কটি গ্রাম প্লা‌বিত হয়েছে। এছাড়াও রাত ১০টার দিকে ভোলায় হালকা বৃ‌ষ্টি ও  বাতাস বই‌ছে। ভোলার মেঘনা ও তেতু‌লিয়া নদী উত্তাল রয়েছে।

/এএস

Exit mobile version