Site icon Jamuna Television

জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত

ফাইল ছবি।

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। রোববার (২৬ মে) রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়টি জোয়ারের সময় উপকূল অতিক্রম করায় স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এছাড়া, রিমালের প্রভাবে মধ্যরাতের পর বাতাসের গতিবেগ ও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।

আবুল কালাম জানান, ঘূর্ণিঝড় ‘রিমাল’ উপকূল অতিক্রম করার পর সোমবার (২৭ মে) সকাল থেকে সারাদেশে বৃষ্টি শুরু হবে। যা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, ঘূর্ণিঝড়টি পুরোপুরি উপকূল অতিক্রম করতে ৫ থেকে ৬ ঘন্টা ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি। বলেন, রিমাল ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে উপকূল অতিক্রম করায় সময় বেশি লাগছে। এ সময়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় একশ কিলোমিটার। যা দমকা থেকে ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

/আরএইচ

Exit mobile version