Site icon Jamuna Television

তৃতীয়বারের মতো আইপিএল সেরা সুনিল নারিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরের সেরা খেলোয়াড় হয়েছেন ক্যারিবিয়ান তারকা সুনিল নারিন। এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের আসরসেরা হলেন তিনি। এর আগে ২০১২ ও ২০১৮ আসরেও সেরা খেলোয়াড় হয়েছিলেন এ অলরাউন্ডার।

রোববার (২৬ মে) চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে জ্বলে উঠতে না পারলেও পুরো আসরে দুর্দান্ত ছিলেন নারিন। এবারের আইপিএলে ৪৮৮ রান এসেছে তার ব্যাট থেকে। এর পাশাপাশি ১৭টি উইকেটও নিয়েছেন তিনি।

এছাড়া এবারের অরেঞ্জ ক্যাপ জিতেছেন বেঙ্গালুরুর ভিরাট কোহলি। ৭৪১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন ভিরাট। অপরদিকে ২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে নিয়েছেন পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পাশাপাশি ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য সিজনও জিতেছেন সু্নিল নারিন।

আরও কিছু পুরস্কার দেয়া হয়েছে এবারের আসরে। চলুন এক নজরে দেখে নেয়া যাক সেই তালিকা:

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। আসরে ইলেকট্রিক স্ট্রাইকার অব দ্য সিজন হয়েছেন জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক। সর্বাধিক ৪২টি ছক্কা এসেছে অভিষেক শর্মার ব্যাটে। সর্বাধিক ৬৪টি চার ট্রেভিস হেডের। আসরের ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন হয়েছেন নিতিশ রেড্ডি। সেরা ক্যাচ রমনদীপ সিং। অপরদিকে সেরা স্টেডিয়ামের তকমা পেয়েছে হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে মিচেল স্টার্কের হাতে, সেইসাথে ফাইনালের ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচও জিতেছেন এই অজি পেসার।

/এমএইচআর

Exit mobile version