Site icon Jamuna Television

আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, পাওয়ার লাইনে সংযোগ জটিলতায় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কী কারণে সংযোগ পাওয়া যাচ্ছে না। তা খুঁজে বের করতে কাজ করছে কারিগরি দল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগে সমস্যা হচ্ছে কিনা তাও দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি বন্ধ হয়ে গিয়েছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। এদিকে অনেকেই যাতায়াতের জন্য এসে গেট বন্ধ দেখে ফিরে যান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অফিসগামী যাত্রীরা পড়েছেন মহা ভোগান্তিতে।

এটিএম/

Exit mobile version