Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিলো ব্র্যান্ডন কিংয়ের দল। রোববার (২৬ মে) সিরিজের শেষ ম্যাচেও হেরে গেছে প্রোটিয়ারা।

জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক রাসি ভ্যান ডের করেন দলীয় সর্বোচ্চ ৫১ রান। নির্ধারিত ওভার শেষে ১৬৩ রান তোলে প্রোটিয়ারা। ডুসেন ৩১ বলে করেন ৫১ রান। বাকিদের মধ্যে উইয়ান মুল্ডার ৩৬, ডি কক ১৯, রায়ান রিকেলটন ১৮ ও প্যাট্রিক ক্রুগার ১৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি উইকেট তুলে নেন ওবেদ ম্যাককয়। এছাড়া ২টি করে উইকেট পান শামার জোসেফ ও গুদাকেশ মতি।

জবাবে, ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ বলে ৬৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন জনসন চার্লস। তার ব্যাটে ছিলো ৯টি চার ও ৫টি ছয়ের একেকটি দৃষ্টিনন্দন শট। অন্যদের মধ্যে অধিনায়ক ব্রান্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ৪৪ রান। ৩৬ রানে অপরাজিত থাকেন কাইল মেয়ার্স। প্রোটিয়াদের পক্ষে ১টি করে উইকেট পান পিটার ও কোয়েটজি। শেষ পর্যন্ত ৩৭ বল হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা।

/এমএইচআর

Exit mobile version