Site icon Jamuna Television

প্রস্তাব পেলে সব দলের সঙ্গে সংলাপে বসতে রাজি প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

প্রস্তাব পেলে সব দলের সঙ্গে সংলাপে বসতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সচিবালয়ে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে বিএনপির সঙ্গে আলাদাভাবে সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। এর আগে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রদূত এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্র বিন্দু হচ্ছে সংলাপ। প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ দলমত নির্বিশেষে বেশিরভাগ মানুষ এবং আন্তর্জাতিক বিশ্ব স্বাগত এবং পূর্ণ সমর্থন জানিয়েছে। এর মধ্য দিয়ে কার্যকর সমঝোতা হবে এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হবে বলে মনে করে বিদেশিরা। খালেদা জিয়ার সাজা ঐক্যফ্রন্টের সঙ্গে আগামীকালের সংলাপে কোন সমস্যা হবেনা মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংলাপেও এ বিষয়ে আলোচনা হতে পারে। তবে আইনী বিষয় আইনগতভাবেই মোকাবেলা করতে হবে তাদের জানান কাদের।

Exit mobile version