Site icon Jamuna Television

ঢাকায় এশিয়া কাপ হকির পর্দা উঠছে কাল

কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে দশম এশিয়া কাপ হকি। উদ্বোধনী ম্যাচে আগামীকাল বিকেল ৩টায় জাপানের সাথে লড়বে ভারত। আর বিকাল সাড়ে ৫টায় পাকিস্তানের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ।

সোমবার ট্রফি প্রদর্শনের মধ্য দিয়ে ঢাকায় ৩২ বছর পর এশিয়া কাপ হকির যাত্রা শুরু হয়। শেষ মুহূর্তে তাড়াহুড়ো হলেও, বাংলাদেশের প্রস্তুতিতে সন্তুষ্ট এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম। টুর্নামেন্টের সফল আয়োজন করে ভবিষ্যতে আরও আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করতে চায় বাংলাদেশ।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। তবে মূল দৃষ্টি ভারত, পাকিস্তান ও বাংলাদেশ দলের দিকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version