Site icon Jamuna Television

রিমালের প্রভাবে রাজশাহীতে ভারী বৃষ্টিপাত

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজশাহীতে দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। রাত থেকে এ বৃষ্টি শুরু হয়। সোমবার (২৭ মে) সকাল ৯টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ নটিকাল মাইল। বাতাসের আদ্রতা ৯৫ শতাংশ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

রাজশাহী আবহাওয়া অধিদফতর জানায়, রিমালের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। একইসঙ্গে ঝড়ো বাতাস বয়ে যাবে ও তাপমাত্রা কমবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কমকর্তা উম্মে সালমা জানান, রাজশাহীর মাঠে এখন আম ও বোরো ধান রয়েছে। আমের ক্ষেত্রে কিছু ক্ষতি হয়েছে আম ঝরেছে। পুঠিয়া,চারঘাট,বাঘা উপজেলায় মধ্যে ফজলি ও লক্ষণভোগ আম ঝরেছে।এই ঝড়ে রাজশাহীতে বড় কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version