Site icon Jamuna Television

এমপি আনার হত্যা: আসামি জিহাদকে নিয়ে ‘সঞ্জীবা গার্ডেনে’ ডিবির তদন্ত দল

এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদঘাটন ও মরদেহের খণ্ডাংশ উদ্ধারে একসাথে কাজ করছে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। তৃতীয় দিনের মতো কলকাতার গোয়েন্দা সংস্থার সাথে কাজ শুরু করেছে ঢাকার গোয়েন্দা প্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

সোমবার (২৭ মে) সকালে নিউ টাউনের অভিজাত ‘সঞ্জীবা গার্ডেন’-এ প্রবেশ করে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল। ডিবিপ্রধান হারুন অর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল সঞ্জীবা গার্ডেনে আসামি জিহাদকে নিয়ে ঘণ্টাখানেক অবস্থান করে। পরে সেখান থেকে ডিবির প্রতিনিধিরা আসামি জিহাদের দেখানো স্পট ভিজিট করেন।

এসময় হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, স্বল্প সময়ের মধ্যে নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত কাজ শেষ করা হবে। এমপি আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারেও আশাবাদী তিনি।

তিনি বলেন, কলকাতা পুলিশ বেশ গুরুত্বের সাথে তদন্ত কাজ করছে। ডিবি টিম আসামি জিহাদকেও জিজ্ঞাসাবাদ করেছে বলে জানান ডিবিপ্রধান।

/এনকে

Exit mobile version