Site icon Jamuna Television

রাফায় ইসরায়েলের বোমা হামলায় নিহত ৪০

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। বোমা হামলার পর আগুনে আশ্রয়শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক বিবৃতিতে বলা হয়, আশ্রয়শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে জীবন্ত পুড়ে মারা গিয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া, নুসেইরাত ও গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিনি দাতব্য সংস্থা ইউএনআরডাব্লিউএ বলেছে যে বোমা হামলার পর রাফাহ থেকে পাওয়া ছবিগুলি আরও একবার প্রমাণ করে ‘গাজা পৃথিবীর নরক’।

/এআই

Exit mobile version