Site icon Jamuna Television

বন্ধ থাকার পর আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল শুরু

সিগনাল ব্যবস্থার ত্রুটির জন্য বন্ধ থাকার পর আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (২৭ মে) সন্ধ্যায় এমনটা জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধের সময়ে ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার জন্য আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ আছে। তবে সমস্যা সমাধানে কাজ চলছে।

ডিএমটিসিএলের ফেসবুক পেজ থেকে জানানো হয়, শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মধ্যবর্তী এক স্থানে ভায়াডাক্টের ওপর গাছের ডাল এবং মতিঝিল স্টেশন সংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে। তবে সমস্যা সমাধানে কাজ চলছে।

এর আগে, আজ সকালে উত্তরা (উত্তর) থেকে মতিঝিলের মধ্যে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে এ সমস্যা হয়েছিল বলে জানা যায়।

উল্লেখ্য, গত শনিবার (২৫ মে) এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। দেড় ঘণ্টার মতো মেট্রোরেলসেবা বন্ধ থাকার পর তা আবারও চালু হয়।

/এএম

Exit mobile version