Site icon Jamuna Television

টানা ১৯ ম্যাচ জিতলেন সার্বিয়ান তারকা জকোভিচ

প্যারিস মাস্টার্স ওপেনে জয় পেয়েছেন নোভাক জকোভিচ। ২য় রাউন্ডের ম্যাচে জোয়াও সউসাকে সরাসরি সেটে হারিয়েছেন এই সার্বিয়ান।

প্রথম সেটে পর্তুগিজ বাছাই সউসা চ্যালেঞ্জ ছুড়ে দেন জকোভিচকে। শেষপর্যন্ত টাইব্রেকারে ৭-৫ গেমে জয় পান রেঙ্কিয়ের ২ নম্বরে থাকা জকো। তবে, পরের সেটে আর প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সাবেক নাম্বার ওয়ান। জয় তুলে নেন ৬-১ গেমে।

শেষ ১৬ তে ১৪ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ীর প্রতিপক্ষ বসনিয়ার দামির উইম্বলডন, ইউএস ওপেন আর ২টি এটিপি মাস্টাসের শিরোপার পর এই আসর দিয়ে বছর শেষ করার সুযোগ রয়েছে জকোভিচের সামনে। এই নিয়ে টানা ১৯ ম্যাচ জিতলেন সার্বিয়ান তারকা।

Exit mobile version