Site icon Jamuna Television

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক শহরের চিত্রা পাড়া এলাকার নিজামুদ্দীনের ছেলে তৌফিক রহমান (২১)। সোমবার (২৭ মে) দুপুরে সবুজ নগর এলাকায় পাসপোর্ট অফিস সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তৌফিক ও তার বন্ধুরা নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন একটি পুকুরে গোসল করার জন্য যায়। দুপুর আড়াইটার দিকে পুকুর পাড়ে বসে কথা বলার সময় তিনি পুকুরের পানিতে পা ধুতে গেলে পিছলে পানিতে পড়ে যায়। এসময় তার বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে পানি থেকে তোলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

/এএম

Exit mobile version