Site icon Jamuna Television

ইসরায়েল-হামাস সংঘাত বন্ধে ‘দ্বি-রাষ্ট্র’ সমাধানের তাগিদ সৌদির

ইসরায়েল-হামাস সংঘাত থামাতে আবারও ‘দ্বি-রাষ্ট্র’ ভিত্তিক সমাধানের তাগিদ দিলো সৌদি আরব। সোমবার (২৭ মে) এমনটা জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, দুই রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। দিন দিন অবনতি হচ্ছে গাজা পরিস্থিতির। পশ্চিম তীরেও ক্রমেই বাড়ছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা।

তিনি যোগ করেন, এমন পরিস্থিতিতে ইসরায়েল-হামাস সংঘাত থামাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন। শুধু ফিলিস্তিনি মানুষের জন্যই নয়, ইসরায়েলিদের নিরাপত্তার জন্যও শিগগিরই ‘দ্বি-রাষ্ট্র’ ভিত্তিক সমাধানের বাস্তবায়ন জরুরি বলে মত প্রকাশ করেন তিনি।

/এএম

Exit mobile version