Site icon Jamuna Television

ফ্রেঞ্চ ওপেন থেকে প্রথম রাউন্ডেই বিদায় নাদালের

ছবি: ‍বিবিসি থেকে নেয়া

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল। রোঁলা গারোতে এই স্প্যানিয়ার্ডকে সরাসরি সেটে হারিয়েছেন আলেক্সান্দার জাভেরেভ। এতে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ১ম রাউন্ড থেকে বিদায় নেয়ার লজ্জা পেলেন নাদাল।

এর আগে, ২০১৩ উইম্বলডনে ১ম রাউন্ডে হেরে বাদ পড়েছিলেন নাদাল। ফ্রেঞ্চ ওপেনের এই ক্লে কোর্টের সম্রাট বলা হয় নাদালকে। তবে লম্বা ইনজুরিতে ভোগা নাদাল এখনও হারিয়ে খুঁজছেন নিজেকে। প্রথম সেটে নাদাল খুব বেশি লড়াই করতে পারেনি। জাভেরেভ ৬-৩ গেমের সহজ জয় তুলে নেন।

দ্বিতীয় সেটে দারুন লড়াই করেন নাদাল। তবে টাইব্রেকারে হেরে যান ৩৮ বছর বয়সি এই স্প্যানিশ। তৃতীয় সেটে খুব বেশি লড়াই হয়নি। ১ম সেটের মতো ৬-৩ গেমের জয়ে নাদালকে ছিটকে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান জাভেরেভ। ফ্রেঞ্চ ওপেনে ১১৬তম ম্যাচে চতুর্থ হারের স্বাদ পেলেন নাদাল।

/এনকে

Exit mobile version